স্মার্ট বাংলাদেশ। Smart Bangladesh। amar digital market
স্মার্ট বাংলাদেশ। Smart Bangladesh। amar digital market
ডিজিটাল বাংলদেশের পরে এখন বাংলাদেশ পা দি যাচ্ছে স্মার্ট বাংলদেশের প্রযুক্তিতে। এগিয়ে যাও বাংলদেশ।
স্মার্ট বাংলদেশ গড়ার লক্ষে সর্বপ্রথমে চালু হচ্ছে 5G সেবা, eSIM সেবা, চালুর সাথে সাথে App Development ও ফ্রিল্যান্সিং সেক্টরে আসছে বিশাল উদ্দীপনা ও সম্ভাবনার সমারোহ। যার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে আরও একধাপ স্মার্ট বাংলাদেশের বা (esmart Bangladesh) যুগের। ঘুরে দাঁড়াবে তরুণ উদ্যোক্তার নতুন স্মার্ট বাংলাদেশে।
যে স্মার্ট বাংলাদেশে এই তরুণ উদ্যোক্তারা করবেই নতুন সম্ভাবনার বাংলাদেশ। প্রতিটি ঘরে ঘরে তরুণদের হাত ধরে অ্যাপ ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং হয়ে উঠবে সহজ ও সরল কর্মক্ষেত্র। যেখান থেকে আয় করবে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে গড়ে ওঠেবে digital app developer smart company of smart Bangladesh.
বাংলাদেশ হয়ে ওঠবে স্বনির্ভর দেশ। পৃথিবী একটা সময় বাংলাদেশে কে চিনবে “স্মার্ট বাংলাদেশ” বলে। আগমি বাংলার ঘরে ঘরে নারী-পুরুষ নির্বিশেষে তৈরি হবে উদ্যোক্ত। বাংলাদেশে তৈরি করবে ড্রোন, ট্যাব, লেপটপ, কম্পিউটার, এসি সহ সব ধরণের প্রযুক্তি ভিক্তিক গ্যাজেট আর এভাবে করে বাংলাদেশ একদিন হবে বেকার মুক্ত দেশ। আগামি জুন 2022শে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয় বহল মেগা প্রকল্প সপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু আমাদের জীবন মান আরো পরিবর্তন করে আমাদের কে করবে সমৃদ্ধ। যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। ফরিদপরের সাথে রাজধানি ঢাকা যুক্ত হবে। যুক্ত হবেও রাজবাড়ী জেলা সহ দক্ষিণঞ্চলের সকল জেলা উপজেলা ও শহর মানুষের জন্য গড়ে উঠবে অনেক মানুষের কর্মস্থল।
আমাদের শুধু জাতি-কুল না ভেবে দেশকে নিরসার্থ ভাবে দেশকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ এগিয়ে যাক বিশ্বের দরবারে। বাংলাদেশ ও বাঙ্গালি জয় হোক……
আমার ডিজিটাল মার্কেট একটি ডিজিটাল ওয়েবসাইট যেখানে আমরা আপনাদের জন্য তথ্য মূলক ও প্রযুক্তি মূলক তথ্য প্রকাশ করি। আমাদের পোস্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ…….