জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের অসন্তোষ | People's dissatisfaction with the increase in the price of fuel oil | আমার ডিজিটাল মার্কেট । Amar Digital Market
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের অসন্তোষ । আমার ডিজিটাল মার্কেট । Amar Digital Market
বাংলাদেশে সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বেড়েছে জ্বালানি তেলে দাম। জ্বালানি তেল এর দাম বৃদ্ধিতে মানুষের খরচ বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষে। কিন্তু বিশ্ব বাজার জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পরেছে ছোট ও দরিদ্র দেশ গুলোতে। তবে জানা গেছে খুব জ্বালানি তেলে দাম কমবে। কিন্তু কখন কমবে তা বলা যাচ্ছে না।
ডলারের মূল্য বৃদ্ধির তথ্য বিশেষ
আমরা কিছু দিন ধরে ডলারের মূল্য বেড়েছে কয়েকবার। এই ডলারের মূল্য বেড়ে যাওয়া কারণে বেড়ে সকল দ্রব্য মূল্য। এত করে দেশের গরিব মানুষের অনেক ভাবে চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু ডলারের দাম বাড়লে কিছুই করার নেই কারো। কিন্ত সবার আশা রয়েছে ডলারের দাম কমবে। সেই আশা কবে পূণ্য হবে তা বলা কষ্ট।
জ্বালারি তেলে মূল্য বৃদ্ধির তথ্য বিশেষ
ডলারের পর এবার বাড়লো জ্বালানি তেলের দাম। এর সাথে আবার এক ধাপে বাড়লো সকল প্রকার খরচের তালিকা। কারণ জ্বালানি তেলের সাথে সকল মানুষের সম্পর্ক রয়েছে। আমাদের দৈনিক প্রতিটি ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যবহার রয়েছে। যেমন আমরা যেকোন কাজ করতে গেলে আমাদের যানবাহনের ব্যবহার করে থাকি তাতে ব্যবহার করা জ্বালানি তেল। আবার আমরা যে পদ্মা নদী সহ আরো যে সকল নদী রয়েছে সেই নদীতে মাছ ধরতে জ্বালানি তেলে ব্যবহার রয়েছে। এমনি করে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যবহার থাকায় আমাদের খরচ বেশি হচ্ছে।
আশা করছি খুব তাড়াতাড়ি কমবে জ্বালানি তেল ও ডলারের দাম। জ্বালানি তেল ও ডলারের দাম কমলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষের উপকার হবে।